১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাইবার অপরাধ ও হয়রানি রোধে মেসেজিং প্ল্যাটফর্মের ভূমিকা

-

দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন সানজিদা রহমান। হঠাৎ একদিন সকালে তার ফোন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মের একটি আকাউন্ট থেকে কিছু আপত্তিকর ছবি পাঠানো হয়। তিনি বুঝে উঠতে পারছিলেন না কি করবেন। ডিজিটাল বিশ্বে নারীদের এমন হয়রানির ঘটনা সানজিদারই প্রথম নয়। এক্ষেত্রে, বিশ্বেজুড়েই পরিস্থিতি অনেকটা একইরকম। সম্প্রতি ইউএসএইডের একটি গোলটেবিল বৈঠকে উঠে এসেছে যে, বাংলাদেশের ৫০ শতাংশ মানুষ সাইবার অপরাধের শিকার হচ্ছে, যার অধিকাংশই নারী। এক্ষেত্রে ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপগুলোর ভূমিকা অনেক বড়। ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ ইমো কিছু উদ্যোগ নিয়েছে। ‘মেথড ফর অ্যাডিং মি,’ ‘হু ক্যান কল মি,’ ‘হু ক্যান অ্যাড মি টুু প্রাইভেট চ্যাটস,’ ‘স্ক্রিনশট ব্লকিং’ ও ‘ব্লক অ্যান্ড রিপোর্ট’ নামক কিছু উদ্ভাবনী অ্যান্টি-হ্যারাসমেন্ট সেটিং ও ফিচার চালু করেছে প্ল্যাটফর্মটি, যার মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।
অপর প্রান্তের সম্মতি ছাড়া ইমোতে যে কাউকে কন্ট্যাক্টে অ্যাড করা যায় না। ফলে নিজের কন্ট্যাক্ট লিস্টটি পরিচিত লোকজন পর্যন্তই সীমিত রাখা ভালো। এছাড়া, শুধুমাত্র কন্ট্যাক্ট লিস্টে থাকা পরিচিতদের প্রাইভেট চ্যাটে অ্যাড করা যায়। নিজেদের ইচ্ছা ও প্রয়োজন অনুযায়ী এসব ফিচার কাস্টোমাইজও করা সম্ভব। এছাড়াও, চ্যাট অথবা ভিডিও কলের অযাচিত স্ক্রিনশট রোধ করতে আছে স্ক্রিনশট ব্লকিং। সন্দেহজনক কল অথবা কন্ট্যাক্ট ইনভাইটেশনও খুব সহজেই ব্লক করতে পারেন ব্যবহারকারীরা। এতে করে আপনার সাথে অপরিচিত কেউ চাইলেও যোগাযোগ করতে পারবে না। এসব ফিচারগুলোর মাধ্যমে সাইবার অপরাধে খুব সহজেই এড়ানো যায়।
অপর দিকে, সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে চলতি বছরের প্রথম নয় মাসেই ৬ লাখ ৬৭ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করে অনলাইন হয়রানির বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ গ্রহণ করছে ইমো।
ডিজিটাল বিশ্বে হয়রানির শিকার না হয়ে নির্ভয়ে নিজেদের বিকাশ ঘটাতে হবে। এই বিষয়ে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করে। উন্নত প্রযুক্তির মাধ্যমে অ্যাপগুলো ব্যাখ্যা করতে পারবে কীভাবে সাইবার অপরাধ থেকে ব্যবহারকারীদের রক্ষা করা যায়। নিজদের সুরক্ষা নিশ্চিতে ব্যবহারকারীদের দায়িত্ব হলো সর্বশেষ সিকিউরিটি ফিচারগুলো নিয়ে জানা ও সেগুলো ঠিকমতো ব্যবহার করা।


আরো সংবাদ



premium cement